নিজেস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৩১ ডিসেম্বর, নতুন বছরের প্রথম দিন গোটা রাজ্য জুড়ে পালিত হতে চলেছে তৃণমূল কংগ্রেস পার্টির ২৩ তম প্রতিষ্ঠা দিবস। পিছিয়ে নেই শহর শিলিগুড়িও। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিরোধী দলনেতা রঞ্জন সরকার।
আজ (মঙ্গলবার) শিলিগুড়ির তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে রঞ্জন সরকার জানান, আগামী ২ জানুয়ারী রাজ্যের মুখ্যমন্ত্রীর NRC ও সিএএ এর প্রতিবাদে যে মিছিল করার কথা রয়েছে, সেই মিছিলের পথ পরিবর্তন হয়েছে।
তিনি আরও জানান, এই মিছিলের শিলিগুড়ির মাল্লাগুড়ি থেকে বাঘাযতীন অবদি যাবে। মিছিল শেষে বাঘাযতীন পার্কে আয়োজিত জনসভা ও সেখানে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মুখ্যমন্ত্রী মাল্লাগুড়ি এলাকায় একটি বৈঠকেও বক্তব্য রাখবেন বলে জানান তিনি। এই মিছিল ও সামাবেশে জলপাইগুড়ি, দার্জিলিং, পাহাড় থেকে প্রায় লক্ষাধিক মানুষ যোগদান করবেন বলে জানান তিনি।