Online-এ Drone অর্ডার দিয়ে এলো কোমড়ের বেল্ট! শোরগোল সিউড়িতে

Online-এ Drone অর্ডার দিয়ে এলো কোমড়ের বেল্ট! শোরগোল সিউড়িতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৩ জানুয়ারি, অনলাইনে অফার দেখে অর্ডার দেওয়া হয়েছিল একটি ড্রোনের, কিন্তু ডেলিভারির সময় প্যাকেট খুলতেই দেখা গেল সেখানে নেই ড্রোন, বদলে এসেছে বেনামী কোম্পানির একটি কোমরের বেল্ট! এমনই বিস্ময়কর ঘটনা ঘটলো বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত ডাঙ্গাপাড়ায়। ঘটনার পর ফের একবার অনলাইনে অর্ডার করা সামগ্রীর ডেলিভারি নিয়ে উঠলো প্রশ্ন।

বিভাস পাল নামে সিউড়ির এক যুবক গত ১২ দিন আগে ‘I-smartshopper’ নামে একটি অনলাইন বিপণনকারী সংস্থার কাছে ‘Dji mavic mini drone’ -এর অর্ডার দেয়। অর্ডার মত শুক্রবার অর্থাৎ আজ প্যাকেট বন্দী অবস্থায় সেই অর্ডার সামগ্রী তার কাছে এসে পৌঁছায়। অর্ডারটি ছিল Cash on Delivery মুডে। সেইমতো ওই গ্রাহক হাতে প্যাকেট পেয়ে টাকা দেওয়ার পর প্যাকেট খুলতেই হতচকিত হয়ে পড়েন। দেখেন প্যাকেটে নেই ড্রোন, রয়েছে কোমড়ের বেল্ট!

ড্রোন অর্ডারকারী ওই গ্রাহক বিভাস পাল জানান, “এমনিতে এই ড্রোনটি দাম অনেক ছিল। আমি অফার চলাকালীন অর্ডার দিয়েছিলাম। সে সময় আমার কাছ থেকে ১৯৯৯ টাকা চাওয়া হয়। আমি Cash on Delivery র মাধ্যমে অর্ডার দিয়েছিলাম। আর সেই অর্ডার করা ড্রোন প্যাকেট বন্দী অবস্থায় আমার কাছে আজ এসে পৌঁছায়। টাকা মিটিয়ে প্যাকেট খুলতেই দেখি প্যাকেটের ভিতরে ড্রোন নেই, রয়েছে একটি বেনামী কোম্পানির কোমড়ের বেল্ট।”

ঘটনার পর রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা ডেলিভারি বয়কে আটকে রাখে। যদিও ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত কোথাও অভিযোগ জানানো হয়নি। তবে ওই গ্রাহকের কাছ থেকে জানা গিয়েছে তারা এবিষয়ে কনজিউমার ফোরামে অভিযোগ জানাবেন।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top