শহর কলকাতায় দেখতে পাবেন জিয়া নস্টাল টাইম মেশিন

শহর কলকাতায় দেখতে পাবেন জিয়া নস্টাল টাইম মেশিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৩ জানুয়ারি, টাইম মেশিনের কথা শুনেছেন নিশ্চই? কিন্তু চোখের সামনে দেখেননি তো! তবে চাইলে এবার আপনিও উড়ে যেতে পারেন ইতিহাসের পাতায়। বেশি দূর নয় আপনার শহরেই অর্থাৎ কলকাতায় দেখতে পাবেন সেই জিয়া নস্টাল টাইম মেশিন।

৫ই জানুয়ারি কলকাতার ইস্ট্রান মেট্রোপলেটিন ক্লাব থেকে বেরিয়ে আসবে সেই ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া বহু পুরোনো গাড়ি। যেগুলো সিনেমায় বা বইয়ের পাতায় দেখেছেন এবার সেগুলো দেখবেন চোখের সামনে।এইসব গাড়িতে রয়ে গিয়েছে সেই ইতিহাস, ঐতিহ্য আর নস্টালজিয়া।

এরমধ্যে কোনটা উত্তম কুমারের প্রিয় গাড়ি, কোনটা মাউন্টব্যাটেনের প্রিয় গাড়ি আবার কোনটা জ্যাকি শ্রফ-এর প্রিয় গাড়ি।কলকাতা শহরে এই নস্টালজিয়া গাড়ি এবার চলবে আপনার চোখের সামনে।গাড়ির এই তালিকায় থাকতে চলেছে ৬০ রকমের ভিনটেজ কার, তিনের দশক- চারের দশকের কাডিয়াক, বুইক, ফোর্ড, মার্সিডিজ, শেভারল, জাগুয়ার প্রভৃতি।তবে আজ আর এগুলো শুধুমাত্র গাড়ি নয় ইতিহাসের সাক্ষী হয়ে উঠেছে এগুলো।বিভিন্ন মানুষের হাত ধরে এগুলো আজও রয়ে গিয়েছে আমাদের সাথে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top