নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৮ জানুয়ারি, আজ সকাল ৬:৩০ নাগাদ কাঁচরাপাড়া স্টেশন অবরোধ করে সিপিএমের সমর্থকরা।একদিকে পুরুষ যাত্রীরা ডাউন লাইনে অবরোধ করলেন অন্যদিকে আপ লাইনে অবরোধে বসলেন মহিলা যাত্রীরা।রেল পরিষেবা নিয়মিত করার দাবিতে হালিশহর স্টেশনেও রেল অবরোধ করলেন সাধারণ যাত্রীরা।
সবমিলিয়ে আজ সকালে প্রায় চার ঘন্টা নৈহাটির পর থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকে।এর জেরে বিপাকে পড়তে হয় সকল যাত্রীদের।এরপরই পুলিশ লাঠিচার্জ করে সেই অবরোধ তুলে দেয়।
জানা গিয়েছে, অবরোধের খবর পেয়ে সকাল ৯টা নাগাদ কাঁচরাপাড়া স্টেশনে রেল পুলিশ আসে৷ তারা অবরোধকারীদের অনুরোধ করে অবরোধ তুলে নিতে৷ কিন্তু অবরোধকারীরা রেল পুলিশের কথায় কোনোপ্রকার কর্ণপাত না করায় পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। অবরোধ উঠে গেলে ১১ টা ৫৮ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।