নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৮ জানুয়ারি, বাংলাবন্ধ-এর সমর্থনে গোটা উত্তর ২৪ পরগনার দিকে দিকে অবরোধ করে বসে আছে বন্ধ সমর্থকরা।NRC ও CAA -এর প্রতিবাদে আজ বাংলা বন্ধের ডাক দেওয়া হয়।আর তারই জেরে আজ বারাসতে বন্ধ সমর্থকরা আটো থেকে জোরপূর্বক যাত্রীদের নামিয়ে দেয় সাথে বাস আটকে বাসের ড্রাইভারকেও নামানো হয়।যে সমস্ত দোকানদার দোকান খুলেছিল তাদের জোর করে দোকান বন্ধ করে দেয় বনধ সমর্থকরা। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। জানা গিয়েছে, বনধ সমর্থকরা দেগঙ্গার বেড়াচাপা টাকি রোড অবরোধ করেছে।
অন্যদিকে বারাসাত হেলাবট তলা ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে দুটি কৌটা বোমা উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি। তারপরই বারাসাত-হৃদয়পুর স্টেশনের মাঝখানে রেল লাইনের উপর থেকে বোমা উদ্ধার হয়।এইসব মিলিয়ে গোটা বারাসাত রণক্ষেত্রের আকার ধারণ করেছে।