একটি গাছে ঝাঁপিয়ে পড়ল ‘ইন্ডিয়ান পাইথন’, ভাইরাল হল ভিডিও

একটি গাছে ঝাঁপিয়ে পড়ল ‘ইন্ডিয়ান পাইথন’, ভাইরাল হল ভিডিও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১০ জানুয়ারি, গাছের উপর বানরকে বসে থাকতে আপনারা হয়তো সকলেই দেখেছেন! সাথে গাছে উঠে ফল পারতেও আপনারা অনেকেই পারদর্শী আছেন।এমনই এক সাপের ইচ্ছা হল গাছের উপর উঠতে।এ যে সে সাপ নয়! ইন্ডিয়ান পাইথন, বিশাল দৈত্যাকার সাপ ক্রমশ উঠে যাচ্ছে গাছের উপরে।লম্বায় এই সাপ ওই গাছের উচ্চতার সমান কিংবা বেশি।

কর্ণাটকের ডানডেলি-র একটি বনাঞ্চলে একটি গাছে ঝাঁপিয়ে পড়ে এই বিশাল দৈত্যাকার সাপ।যার ভিডিও করেছেন এক ভারতীয় বন পরিষেবা আধিকারিক।সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল।

মাথার উপর গাছে ঝুলছে সাপ। গাছের নীচে দাঁড়িয়ে দর্শকের ভিড়। ধীরে ধীরে সে ক্রমশ উঠে চলেছে, সাপের মুখ যখন গাছের একদম টপে তখনও তার লেজ লটাচ্ছে মাটিতে। এই বিশাল আকারের সাপকে দেখতে সকলেই ছুটে এসেছে সেই স্থানে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top