নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১০ জানুয়ারি, কুমারগঞ্জের অতিসম্প্রতি ১৭ বছরের নাবালিকাকে খুনের প্রতিবাদে শুক্রুবার মিছিল চললো শহর কলকাতায়। কলকাতায় বিজেপির যুব মোর্চা ও মহিলা মহিলা শাখা নন্দন চত্বর থেকে মিছিল শুরু হয়ে এক্সাইড ক্যাথিড্রাল চার্চ ফের আবার নন্দনে এসে শেষ হয় এই প্রতিবাদ মিছিল।
কোটের নির্ধারিত রুট মেনে উক্ত মিছিলে পা মেলালেন যুব মোর্চার দেবজিৎ সরকার, মহিলা মোর্চার লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রসঙ্গত মিছিল শুরুর অনুমতি এদিন না থাকায় নন্দন চত্বর থেকে জমায়েত হওয়া বিজেপি কর্মীদের গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে হাইকোর্টে মিছিলের অনুমতি পাওয়ায় ফের মিছিল শুরু হয়।