অসহায় মা নিজের মাথার সমস্ত চুল বিক্রি করে ভাত খাওয়ালো সন্তানদের

অসহায় মা নিজের মাথার সমস্ত চুল বিক্রি করে ভাত খাওয়ালো সন্তানদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১১ জানুয়ারি, গত কয়েক মাস ধরে দেশের অধিকাংশ মানুষ ছুটছে NRC CAA -কেন্দ্রিক মিছিলে। কিন্তু দেশে আরও একদল মানুষ আছেন যাঁরা বহু যুগ ধরে পেটের দায়ে অনবরত ছুটে চলেছে।হয়তো সবজির দামবৃদ্ধি, NRC CAA এসব তাঁদের উপর কিছুই প্রভাব পড়ে না। কারণ দিনের শেষে তাঁদের পাতে নুন-জল-ভাত জোটে।আর সেইটুকু জোটাতেই তাঁদের লড়াই চালিয়ে যেতে হয়।এটাই হল দেশের আসল ছবি যা প্রকাশ্যে আসা কিছু ঘটনার নিচে চাপা পড়ে যায়।নিজের খাবার না জুটলেও সন্তান না খেয়ে আছে তা কোনদিনও একজন মা সহ্য করতে পারেন না।আর তাই একজন মা তাঁর তিন সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য নিজের মাথার চুল বিক্রি করে দিল।

তিন সন্তানের অসহায় মা প্রেমা। দুই, তিন ও পাঁচ বছরের তিন সন্তান তাঁর।রোজগার নেই।পড়শীর কাছ থেকে সাহায্যে দিন চলত একসময়।কিন্তু কতদিন? সাহায্যের হাত তুলে নিতেই অভুক্ত হয়ে পড়ল তিন সন্তান সহ মা।উপায় না দেখে মাথার সমস্ত চুল বিক্রি করে প্রেমা হাতে পেলেন ১৫০ টাকা।আর তাতেই সন্তানের মুখে তুলে দিল ভাত।

তামিলনাড়ুর সালেমে ঘটনাটি ঘটেছে। প্রেমার স্বামী ধার-দেনায় ডুবে আত্মহত্যা করেন। তারপরই তিন সন্তানকে নিয়ে অথৈ জলে পড়েছেন প্রেমা। হাজার চেষ্টা করেও কোনও কাজ জোটাতে পারেননি। শেষে পথ খুঁজে না পেয়ে পড়শিদের কাছে হাত পেতেছিলেন প্রেমা। কিন্তু সেই হাত গুটিয়ে নিলে পেটের জন্য লড়তে থাকেন তিনি। সর্বশেষে উপায় না দেখে আত্মহত্যার সিদ্ধান্ত নেন।কিন্তু তাতেও অসফল হন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top