
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪পরগণা, ১১ জানুয়ারি, পুজোর প্রসাদ খেয়ে খাদ্যের বিষক্রিয়া, মৃত্যু হল মা ও ছেলে। ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি পরিবারের আরও তিন সদস্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানা এলাকার ভগবতীপুর গ্রামে।
জানা গিয়েছে, গতকাল বাড়িতে লক্ষ্মীপুজো ছিল, এর পরেই বাড়ির লোকজন পুজোর প্রসাদ খায় প্রসাদ খাওয়ার পরে হঠাৎই অসুস্থ হয়ে পরে বিশ্বনাথ কয়াল (বয়স ৪৮) তার স্ত্রী মঙ্গলা কয়াল(বয়স ৩৮) ও তিন পুত্র নবদ্বীপ কয়াল(বয়স ২২), সুদীপ কয়াল(বয়স ২৪)ও সোমনাথ কয়াল(বয়স ১৮)।
পরে পরিস্থিতি ভালো না বুঝে তাদেরকে অসুস্থ অবস্থায় মথুরাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় বিশ্বনাথ কোয়েল ও ছেলে নবদ্দীপ কোয়েলের। এরপরেই বাকিদের ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। শনিবার সকালে ডায়মন্ড হারবার জেলা হাসপাতাল মৃত্যু হয় মা মঙ্গলা কোয়েলের।বিশ্বনাথ কোয়েলের পরিবারের দাবি, বেশ কিছুদিন আগে বিশ্বনাথের ভাই রঞ্জিত কোয়েলের পরিবারে পারিবারিক অশান্তি চলছিল। সেরকম কোনো কারণেই এই ঘটনাটি ঘটেছে, এমনটা সন্দেহ করছে পুলিশ।তার জেরে রঞ্জিত কয়াল ও তনয়া কয়াল-কে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে পুলিশ।



















