তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে অসহায় মানুষের মাঝে ‘আশ্রয়’

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে অসহায় মানুষের মাঝে ‘আশ্রয়’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১২ জানুয়ারি, এখনও বেঁচে আছে মানবিকতা, মনুষ্যত্ব।সহায়-সম্বলহীন প্রাণ আজ যেন খুঁজে পেল ভালোবাসার আশ্রয়। যেসব মানুষেরা রাস্তার পাশে কোনও শেডের তলায়, কোনও কালভার্টের নিচে বা খোলা আকাশের নীচে থাকে তাঁদের কাছে শীতবস্ত্র পৌঁছে দিল ‘আশ্রয়'( ASHRAY SOCIAL WELFARE AND CULTURAL FOUNDATION)।স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মবার্ষিকী ও ‘আশ্রয়’-এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ ‘আশ্রয়’-এর পক্ষ থেকে গরিব-দুঃস্থদের শীতবস্ত্র প্রদান করা হল।রবিবার সকাল ১১ টার সময় রাজারহাট নারায়ণপুর বাজার সংলগ্ন এলাকায় রবীন্দ্রসংঘের সহায়তায় ‘আশ্রয়’-এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এই অনুষ্ঠান আয়োজিত হয়।এদিন প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পৌরনিগমের ডেপুটি মেয়র শ্রী তাপস চ্যাটার্জি, ‘আশ্রয়’-এর সম্পাদক শ্রী সন্তু সিনহা মহাশয়, ‘আশ্রয়’-এর সদস্যবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

অনুষ্ঠান চলাকালীন স্বামীজীর জীবন ও বাণীর প্রসঙ্গে তাপস বাবু বলেন, স্বামীজীর আদর্শে আমাদের সকলকেই চলা উচিত।ধর্ম-বর্ণ বিভেদকে দূরে ঠেলে গড়ে তুলতে হবে মৈত্রীর বন্ধন। আশ্রয়ের পক্ষ থেকে গরিবদের শীত বস্ত্র বিতরণের এই কর্মসূচিকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, ‘এভাবেই দুঃস্থ-অভাবগ্রস্থ মানুষদের সামর্থ অনুযায়ী সাহায্য করার জন্য সকলকেই এগিয়ে আসতে হবে’।এই প্রসঙ্গে আশ্রয়-এর সম্পাদক শ্রী সন্তু সিনহার ভাবনা ও তাঁর উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

২০১৭ সালে আজকের দিনটিতে ‘আশ্রয়’-এর প্রথম পথ চলা শুরু হয়।সমাজে উপেক্ষিত মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ নিয়েই শ্রী সন্তু সিনহা এই সংস্থাটি শুরু করেন।এর পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করতে এবং মানসিক প্রতিবন্ধী শিশুদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ‘আশ্রয়’-এর এই কর্মসূচি, যা ভবিষ্যতে এক অন্যতম দৃষ্টান্ত হয়ে উঠবে বলে তাঁর বিশ্বাস।এদিনের এই মহৎ প্রয়াসে হাসি ফুটেছে সকল দুঃস্থদের মুখে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top