নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ১৩ জানুয়ারি, এই প্রথম গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের জন্য এয়ার অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করল প্রশাসন। গঙ্গাসাগর মেলায় এসে কোন পূর্ণার্থী যদি অসুস্থ হয়ে পড়েন তাদের চিকিৎসার জন্য এতদিন সাগর হাসপাতালে পাশাপাশি কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের চিকিৎসালয় ভরসা ছিল। কিন্তু এই প্রথম গঙ্গাসাগর মেলায় এয়ার অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করল প্রশাসন।
জানা গিয়েছে, এবার থেকে জরুরী কালীন অবস্থায় কোন পূর্ণার্থী অসুস্থ হয়ে পড়লে সরাসরি সাগর মেলা প্রাঙ্গণ থেকে হেলিকপ্টারে করে কলকাতার নামিদামি হাসপাতালে নিয়ে যাওয়া যাবে। বিগত বছর গুলিতে গঙ্গাসাগর মেলায় এসে বহু পূর্ণার্থী অসুস্থ হয়ে মারা গিয়েছে। সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে কার্যত মৃত্যু হয়েছে তাদের। বিগত বছর গুলোর কথা মাথায় রেখে এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরী কালীন তৎপরতায় অসুস্থ পূণ্যার্থীদের কলকাতায় চিকিৎসা করানোর জন্য ব্যবস্থা করেছে।
সূত্রের খবর, সোমবার সকালে গঙ্গাসাগর মেলায় এসে আসামের অনিমা দাস নামে (বছর ৫৭) এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। তাকে হেলিকপ্টারে করে কলকাতায় নিয়ে গিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পাশাপাশি হাওড়ার বাসিন্দা বিকাশ বেজ নামে (বছর ৫৪) এক ব্যক্তিও অসুস্থ হয়ে পড়েছিলেন। মেলার ভিড়ের চাপে হার্ট ফেলিওর হয়েছিল বলে দাবি প্রশাসনের। তাকেও অসুস্থ অবস্থায় হেলিকপ্টারে করে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। প্রশাসনের এই পরিষেবায় খুশি গঙ্গাসাগরে আগত সকল পুণ্যার্থী। বিগত বছর গুলিতে সঠিক চিকিৎসা না পেয়ে পূণ্যার্থীদের মৃত্যু হলেও এবার থেকে কোন পূণ্যার্থীর মৃত্যু হবেনা বলে দাবি প্রশাসনের।



















