নিজস্ব সংবাদদাতা, কোলকাতা, ১৩ জানুয়ারি, ছাত্র পরিষদের ডাকে আজ ১৫ নম্বর পোর্ট ট্রাস্টের মেন অফিসের সামনে বিক্ষোভের সৃষ্টি হয়। পোর্ট ট্রাস্টের নামকরণ বদল করে প্রধানমন্ত্রী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রাখেন, আর তা মেনে নিচ্ছে না এই ছাত্র পরিষদ।কংগ্রেসের ছাত্র পরিষদের নেতাদের মতে এটা বাঙালিকে অপমান করা।
‘নেতাজির ডক’ বলে পরিচিতি এই পোর্ট ট্রাস্ট-এর হঠাৎ এই পরিবর্তনকে ভালো চোখে দেখছেন না কেউ। তাদের মতে, ‘নেতাজিকে দূরে রেখে শ্যামাপ্রসাদ মুখার্জী কে সামনে এনে রাজনীতি করছে মোদি সরকার’।
তারই প্রতিবাদে আজ মোদির কুশপুতুল পোড়ানো হল,পাশাপাশি সি আই টি ইউ তাদের বক্তব্য পেশ করল।