নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৪ জানুয়ারি, আজ সকাল সাড়ে ৭টা নাগাদ কাঁচরাপাড়ার ব্যস্ত রাস্তায় তরুনীর মোবাইল ছিনতাই করল দুইজন যুবক। ঘটনাটি ঘটেছে ছট পুকুর ভারত সংঘ ক্লাব এলাকায়।
জানা গিয়েছে, সন্ধ্যেবেলা নখরি মন্ডল রোডের বাসিন্দা নিশা সিং(বছর ১৯) এই তরুণী প্রাইভেট টিউশন পড়তে যাচ্ছিল। সেই সময় বাইকে চড়ে আসা দুইজন যুবক বাইক থামিয়ে হামলা করে ওই ছাত্রীর উপর। ছিনতাই করে মোবাইল।তারপরই বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অবশেষে বীজপুর থানায় অভিযোগ করে ওই তরুণী।