১।প্রতিরক্ষা মন্ত্রক সংশোধিত প্রযুক্তিগত বৈশিষ্ট্যসহ ভারতীয় নৌবাহিনীর জন্য নতুন জ্বালানী আপগ্রেডেশন ঘোষণা করা হল।
২।ভারতীয় বিমান পরিবহন মন্ত্রক ঘোষণা করল, দেশের সমস্ত ড্রোনগুলির নিবন্ধন বাধ্যতামূলক।
৩।প্রতিবছরের ন্যায় এবছরও (১৪ জানুয়ারী) সশস্ত্র বাহিনী ভেটেরান্স দিবস পালন করা হল। দিনটিকে প্রাথমিকভাবে ‘আর্মিস্টিস ডে’ বলা হয়।
৪।অক্টোবরে ২০১৮ সালে প্রধানমন্ত্রী মোদী দ্বারা যে স্ট্যাচু অফ ইউনিটির উদ্বোধন করা হয়, তাকে এসসিওর (৮ জন সাংহাই সহযোগিতা সংস্থা) ৮ টি বিস্ময়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হল।