নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৪ জানুয়ারি, সিউড়ি থানার অন্তর্গত লম্বদরপুর গ্রামের পুকুর পাড় থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ।জানা গিয়েছে, স্থানীয় লোকজন সকালবেলা মাঠে কাজে যাওয়ার সময় মৃতদেহটি দেখতে পাই। এরপর স্থানীয়রা খবর দেয় সিউড়ি থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়।
আরও জানা গিয়েছে, মৃতদেহের সাথে উদ্ধার হয়েছে নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী। প্রাথমিকভাবে গ্রামবাসীদের অনুমান, পাশে এক ইন্দ্রলোক নার্সিংহোম আছে। হয়তো সেখানের কোনও রোগীর আত্মীয় হতে পারে এই ব্যক্তি।