প্রসূতিকে মারধর করার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে

প্রসূতিকে মারধর করার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া, ১৪ জানুয়ারি, প্রসূতির পরীক্ষা-নিরীক্ষা করার সময় প্রসূতিকে মারধর করে বলে অভিযোগ উঠল কর্তব্যরত এক চিকিৎসকের উপর। গতকাল দুপুর ১১ টা নাগাদ বাঁকুড়া সদর থানার ভিকুরডিহি গ্রামের আজমিরা খাতুন নামে এক সন্তানসম্ভবা প্রসূতিকে নিয়ে আসা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগে। বহির্বিভাগের প্রসূতি বিভাগে দেখানোর পর চিকিৎসকরা ওই প্রসূতিকে ভর্তি করার পরামর্শ দেয়।প্রসূতি বিভাগে ওই প্রসূতির পরীক্ষা-নিরীক্ষা করার সময় কর্তব্যরত এক চিকিৎসক ওই প্রসূতিকে মারধর করে বলে অভিযোগ।

জানা গিয়েছে, অস্ত্রোপচার করে সন্তান প্রসব করার পর ওই প্রসূতির জ্ঞান ফেরার পরে মারধরের বিষয়টি পরিবারের লোককে জানায়। এরপরই আজ সকালে পরিবারের লোকজন বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে অভিযোগ জানায়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রসূতিকে মারধরের ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানায় প্রসূতির পরিবার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top