১৪ জানুয়ারি, ম্যাচের মাঝেই মাথায় চোট পেয়ে মাঠের বাইরে যেতে হল ঋষভ পন্থকে।ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের মাঝেই দুর্ঘটনা।দুর্ঘটনার পর দ্বিতীয় ইনিংসে ভারত বোলিং করতে আর পন্থকে নামানো হয়নি।পরে জানা যায় কনকাশনের শিকার হয়েছেন তিনি।ঋষভ পন্থ-এর বদলে ফিল্ডার হিসেবে নামানো হয়েছে মণীশ পাণ্ডেকে।
বিসিসিআই ম্যাচের মাঝে টুইটারে লেখে, “ব্যাট করার সময় আঘাত পেয়েছিলেন পন্থ। ওঁর পরিবর্তে আপাতত কেএল রাহুল উইকেটকিপিং করছে। ওকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”