১৫ জানুয়ারি, বিগত তিন মাস ধরে জ্বলছে অস্ট্রেলিয়া। দাবানলের আগুনে প্রাণ হারিয়েছে ইতিমধ্যেই হাজার হাজার পশু।অগ্নিদগ্ধ্ হয়ে বহু জীবের অস্তিত্ব মুছে যাবে, এমনটা মনে করছেন সকলে।অস্ট্রেলিয়ার সেই ভয়াবহ পরিস্থিতির কথা প্রায় প্রতিদিনই আমাদের সামনে আসছে।সম্প্রতি জানা যায়, সেখানে বৃষ্টি হতে কিছুটা স্বস্তি মিললেও তার ক্ষেত্র খুবই কম।জীবিত পশুদের খাবার-থাকার কিছু নেই।তারা অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছে।সরকার তাদের কাছে খাবার পাঠিয়ে দিলেও এখনোও অবস্থা শোচনীয়।এই অবস্থায় নেট দুনিয়ায় সরব হয়েছেন অনেকেই। অস্ট্রেলিয়ার এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বহু তারকারা।সাথে যে যাঁর মতো তহবিলে টাকাও দিয়েছেন।এবার সেই তালিকায় নাম লেখালেন নিওনার্দো ডিক্যাপ্রিও।
তিনি জানান, তিন মিলিয়ন ডলার তুলে দেবে এই খাতে। নিওনার্দো ছাড়াও সাহায্যের জন্য হাত বাড়িয়েন এমন অনেকেই।প্রথম থেকে প্রশাসনও সাহায্যের হাত বাড়িয়েছেন।পাশাপাশি বহু সেনা নামানো হয়।এর আগে আমাজের দাবানলের সময় মোট ৫০ মিলিয়ন আর্থিক সাহায্য করেছিলেন লিওনার্দো। এছাড়াও প্লাস্টিক দূষণ রোধ থেকে শুরু করে বিশ্ব উষ্ণায়ণ, প্রতিটি বিষয় নিয়েই নেট দুনিয়ায় সরব হন এই হলিউড অভিনেতা।