নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৫ জানুয়ারি, মা-বাবার বকুনি খেয়ে অভিমানে আত্ম্যহত্যা করল ছেলে।ঘটনাটি ঘটেছে, পৃথিবা পঞ্চায়েতের হায়দার বেলিয়া এলাকায়।মৃতের নাম দেবাশীষ দাস (২৩)।

পরিবার সুত্রে জানা যায়, গতকাল দুপুরে দেবাশীষ প্রতিবেশী একজনকে রানাঘাটে এগিয়ে দিতে যায় বাড়ি তালা দিয়ে। মা-বাবা কাজে গিয়েছিলেন এবং ভাই পরীক্ষা দিতে গিয়েছিল। সবাই ফিরে এসে দেখে বাড়িতে তালা দেওয়া। সবাই অপেক্ষা করতে থাকে অবশেষে রাত নটা নাগাদ ফিরে আসলে সবাই মিলে বকাবকি করে। রাতেই অভিমানে বাড়ি থেকে বেড়িয়ে যায় দেবাশীষ। ভোর চারটে নাগাদ কাজে যাবে বলে মা রুপা দাস ঘুম থেকে উঠে রান্না ঘরে গেলে দেখে ছেলে দেবাশীষ বাঁশের আড়ার সাথে শাড়ি দিয়ে ঝুলছে সাথে সাথে চিৎকার করলে পরিবারের লোকজন ছুটে আসে। এবং হাবড়া থানার পুলিশ কে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারে।দেবাশীষ-এর দেহ ময়নাতদন্তের জন্য বারাসাত পাঠানো হয়েছে।



















