
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৫ জানুয়ারি, ১৪ জানুয়ারি, এই দিনে শুরু হয়েছিল ভারত-বাংলাদেশের মধ্যে রেডিও অনুষ্ঠান বিনিময় আকাশবাণী আর বাংলাদেশ বেতারের মাধ্যমে৷আর সেই দিনে অর্থাৎ গতকাল বুধবার সন্ধ্যায় আমাদের ছেড়ে চলে গেলেন বাংলাদেশ মুক্তি সংগ্রামে আকাশবাণীর তরফে অন্যতম প্রধান সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী উপেন তরফদার।আজ তাঁর মৃতদেহ আকাশবাণী ভবনে নিয়ে আসা হয় এবং তাঁকে শ্রদ্ধা জানাতে আকাশবাণী ভবনে উপস্থিত হলেন স্বয়ং রাজ্যপাল।
প্রখ্যাত বেতার সাংবাদিক এবং আকাশবাণী কলকাতার ‘সংবাদ বিচিত্রা’ অনুষ্ঠানের কিংবদন্তি প্রযোজক উপেন তরফদারে মঙ্গলবার রাত আটটা নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৪। তাঁর স্ত্রী, দুই পুত্র (বর্তমান)। তাঁর মৃত্যুর খবরে আকাশবাণী, দূরদর্শন-সহ রাজ্যের সংবাদমহলে শোকের ছায়া নেমে আসে। তিন-চার দশক আগে যখন রেডিয়োই ছিল বাংলার ঘরে-ঘরে খবর আর বিনোদনের একমাত্র জানালা, তখন আকাশবাণীর যে মানুষগুলির নাম মুখে-মুখে ফিরত, উপেন তরফদার তাঁদেরই একজন।
১৯৫৪ সালে আকাশবাণীতে যোগ দেন তিনি। রেডিয়ো স্টেশন তখন গার্স্টিন প্লেসে। সে বছরই আকাশবাণীর ‘স্থানীয় সংবাদ’ বুলেটিনের সূচনা। সেই থেকে ১৯৮৬ পর্যন্ত কলকাতার আকাশবাণী ভবন ছিল তাঁর কর্মস্থল। এই পর্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নানা ঘটনাবলি, প্রখ্যাত মানুষদের সাক্ষাৎকার শ্রোতাদের কাছে তুলে ধরেছেন। যা প্রেরণা জোগাত মুক্তিযোদ্ধাদেরও।



















