
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর, ১৬ ই জানুয়ারী : ঘন কুয়াশার জেরে পথের বলি ১ জন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কংসাবতী নদীর উপর বীরেন্দ্র শাসমল ব্রীজের। স্থানীয় সুত্রে জানা যায়, আজ ভোরে মেদিনীপুর থেকে খড়্গপুরের দিকে যাওয়ার সময় ব্রীজের উপর দাঁড়িয়ে থাকা একটি বোল্ডার বোঝাই লরির পেছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এলাকার মানুষের দাবি, সকালে প্রচন্ড কুয়াশার জেরে দৃশ্যমান্যতার অভাবে এই ঘটনা ঘটেছে। ঘটনার জেরে বেশকিছুক্ষণই যানজটের সৃষ্টি হয় ব্রীজের উপর। পরে কোতওয়ালী থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যদিও মৃত ব্যাক্তির নাম পরিচয় জানা যায় নি। পুলিশ নাম ঠিকানা জানার চেষ্টা করছে।



















