কেন্দ্র-রাজ্য দুই সরকার মিলে বিশ্বভারতীকে লাটে তুলছে : অধীর চৌধুরী

কেন্দ্র-রাজ্য দুই সরকার মিলে বিশ্বভারতীকে লাটে তুলছে : অধীর চৌধুরী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৬ ই জানুয়ারী : বিশ্বভারতীতে আগেও হামলা হয়েছে। আসলে কেন্দ্র ও রাজ্য দুই সরকার মিলে রবীন্দ্রনাথের স্বপ্নকে কলুসিত করছে। বিশ্বভারতীকে লাটে তুলছে। বৃহস্পতিবার বারাসতে বিশেষ আদালতে হাজিরা দিতে এসে এ কথা বলেছেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী।

এদিন বারাসতের বিশেষ আদালতে পুরোনো একটি রাজনৈতিক মামলায় হাজিরা দিতে আসেন অধীর। আদালত থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে একই প্রবণতা চলছে। শিক্ষা প্রতিষ্ঠানের সবত্র গৈরিকীকরণের চেষ্টা চলছে। যেখানে বাধা আসছে। সেখানেই হামলা হচ্ছে। আসলে কেন্দ্র ও রাজ্য দু’পক্ষ মিলিয়ে বিশ্বভারতীকে লাটে তোলার বন্দোবস্ত করে ফেলেছে। কেন্দ্রীয় বাহিনী নামাতে হচ্ছে।’ এদিন প্রোমোটার রাজের বিরুদ্ধেও সরব হন অধীর। তিনি বলেন, রবীন্দ্রনাথের সাধের বিশ্বভারতী প্রোমোটারদের দখলে চলে যাচ্ছে। প্রোমোটাররা বিশ্বভারতীকে ঘিরে ফেলেছে। বিশ্বভারতীতে এখন ভালো ছাত্ররা আর পড়তে চাইছে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top