
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১৬ ই জানুয়ারী : ইসিএলের সোদপুর এরিয়ার মাউথডিহি খনিকে পাকাপাকি ভাবে বন্ধ করে দেওয়া হল। ১৪ তারিখ পর্যন্ত নোটিশের পর ১৫ জানুয়ারি থেকে পাকাপাকি বন্ধ করে দেওয়া হল খনি। আর এরপরেই গ্রামবাসীরা বিক্ষোভে নামে। গ্রামবাসীদের অভিযোগ খনিতে কয়লা থাকা স্বত্ত্বেও খনি বন্ধ করতে দিতে চাইছে ইসিএল। গ্রামবাসীরা অভিযোগ করছে গ্রামের লোকেদের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই খনি বন্ধ করা হচ্ছে। অন্যদিকে ইসিএল ম্যানেজমেন্টের দাবি জেসিসি সহ অনান্য ইউনিয়নদের সাথে আলোচনা করেই ইসিএল কর্তৃপক্ষ খনি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে l



















