নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ১৮ জানুয়ারি, অটোয় বসা নিয়ে বচসার জেরে আবু জাফর মণ্ডল নামে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। কেন আবু জাফরকে অন্যায় ভাবে মারধর করা হয়েছে, সে বিষয়ে প্রতিবাদ করতে গেলে ঐ যুবকের মা তনিমা মণ্ডল সহ আরও বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ উঠেছে এলাকার তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
জানা যায়, মারধরের পর স্থানীয় পার্টি অফিসে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় আবু জাফর ও তার মা কে। ঘটনায় মা ছেলে সহ অন্তত পাঁচজন গুরুতর জখম হয়েছেন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত সীতাকুন্ডু এলাকায়। আহতদেরকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। এ বিষয়ে বারুইপুর থানায় অভিযোগ ও দায়ের হয়েছে। অভিযোগ এলাকার তৃণমূল নেতা রফিক সাফুই এর নেতৃত্বেই এই মারধোর হয়েছে।



















