সংঘাতের মাঝেই ইরানের পরমাণু প্রস্তুতির গোপন চিঠি ফাঁস হল

সংঘাতের মাঝেই ইরানের পরমাণু প্রস্তুতির গোপন চিঠি ফাঁস হল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৯ জানুয়ারি, জানা গিয়েছে, ইরান-আমেরিকা সংঘাতের মাঝেই পরমাণু বিজ্ঞানীকে গোপন ভাবে চিঠি দেওয়া হয়েছিল ইরানের তরফে। প্রকাশ্যে এল সেই ছবি। সম্প্রতি ‘ডেলি মেল’ সংবাদমাধ্যমে সেই চিঠী প্রকাশ্যে এসেছে।

কর্তৃপক্ষ দেশটির প্রধান পরমাণু বিজ্ঞানীকে ওয়ারহেডের উপযুক্ত প্যারামিটারে নিউক্লিয়ার প্রস্তুতের অনুরোধ সম্পলিত ওই চিঠিটি শনিবার (১৮ জানুয়ারি) প্রকাশ করেছে ডেইলি মেইল।তবে, সংবাদমাধ্যমটি দাবি করেছে, চিঠিটি ছিল ২০১৮ সালের। তেহরানে এক অভিযানে ইসরাইলের এজেন্টরা চিঠিটি উদ্ধার করেছিলেন বলে খবরে উল্লেখ করা হয়েছে।

২০০২ সালের ২৮ নভেম্বর তারিখ খোচিত চিঠিতে ইরানের উচ্চ পর্যায়ে থেকে প্রধান পরমাণু বিজ্ঞানীকে ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড উপযোগী পরমাণু প্রস্তুতের অনুরোধের উল্লেখ রয়েছে।প্রধান পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ চিঠিটির উপরে কোণায় উল্লেখ করে দেন, ‘আল্লাহর ইচ্ছায় বর্তমানে এই বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

তবে ডেইলি মেইলের প্রকাশিত এই চিঠির ব্যাপারে ইরান কর্তৃপক্ষ এখনও কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top