নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২০ জানুয়ারি, বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির মূল দরজার তালা ভেঙ্গে, পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চুরির ঘটনা ঘটলো এক গৃহস্থের বাড়িতে। চুরি গেছে ১০ ভরি সোনার গয়না সহ লক্ষাধিক টাকা বলে অভিযোগ।সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার অন্তর্গত রাজগ্রামের পশ্চিমবাজার কুমার পাড়াতে।
জানা গিয়েছে, বাড়ির মূল দরজার তিনটি তালা ভেঙে চোরের দল বাড়ির ভেতরে ঢুকে। তারপর তারা আলমারির তালা ভেঙ্গে নিয়ে যায় ১০ ভরি সোনার গয়না সহ লক্ষাধিক টাকা। এ ছাড়াও আরও বেশ কিছু জিনিসপত্র খোয়া গেছে বলে দাবি গৃহস্থের।বাড়ির গৃহবধূ নাসিমা খাতুন জানান, “গতকাল আমরা বাড়িতে ছিলাম না, সপরিবারে গ্রামে গিয়েছিলাম ভাইয়ের আশীর্বাদ অনুষ্ঠানে। তারপর আজ বাড়ি ফিরে এসে দেখি এই ঘটনা ঘটেছে। কানের দুল, নেকলেস, চুর সহ ১০ ভরি সোনার গয়না চুরি হয়েছে। এছাড়াও বাড়িতে ১ লক্ষ টাকার বেশি রাখা ছিল তাও নিয়ে চলে গেছে চোরেরা। পাশাপাশি আরও বেশ কিছু জিনিসপত্র খোয়া গেছে, তবে এখনই বুঝতে পারছিনা কি কি নিয়ে গেছে”।ইতিমধ্যে পুলিশে খবর দেওয়া হয়েছে।