নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি, পড়াশুনার সাথেই আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে নিজেকে স্বনির্ভরের পথে এগিয়ে নিয়ে চলেছে বছর উনিশের যুবক বুদ্ধদেব পাল।পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নং ব্লকের আমশোল ৩ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘাটমুড়া গ্রামে বাস করে সেই যুবক।
বুদ্ধদেব চন্দ্রকোনা থানার জিরাট হাইস্কুলের উচ্চমাধ্যমিকের ছাত্র বুদ্ধদেব পাল।বাবা অমর পাল প্রান্তিক চাষি দরিদ্র পরিবারে বেড়ে উঠা।বাবা মা ও দুই ভাই নিয়ে পরিবার।সরকারি কর্মচারী কাকু উদয় সিংহের পরামর্শে ও সহায়তায় তারই দেখানো ইউটিউবে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষে নেমে পড়া।বাড়ির পেছনেই ত্রিপল দিয়ে ঘেরা ছাউনিতে কংক্রীটের চেম্বার তৈরি করে এয়ার মেশিনের মাধ্যমে অক্সিজেন প্রয়োগ করে কয়েকমাস হল শুরু করেছে আধুনিক ফিসারী সেড।পুকুর বা কোনও জলাশয় নই ওই সেডের ভিতরেই চাষ হচ্ছে কই,রুপচাঁদ,সিঙ্গি,ফাংঙ্গস সহ আরও নানান জাতের মাছ।পড়াশুনার পাশাপাশি নিয়মিত মাছ চাষের পরিচর্চায় লেগে পড়ে বুদ্ধদেব।চাকুরির আশায় না থেকে এখন থেকেই মাছ চাষের মাধ্যমে নিজেকে স্বনির্ভরের পথে নিয়ে যেতে চাই প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারে যুবক বুদ্ধদেব।