নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২০ জানুয়ারি, নিউটাউন অ্যাকশন এরিয়া ওয়ানে ডিবি ব্লকের ১৮২ নম্বর বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়।ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ ও দমকল আধিকারিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
এদিন দুপুর বারোটা নাগাদ বাড়ির বাইরে থেকে ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা।তারপর ঘরে উপস্থিত সকলে দেখতে পায়। এরপর নিউটাউন থানায় ও দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল কর্মী। যদিও এখনো পর্যন্ত জানা যায়নি কি থেকে এই ভয়াবহ আগুন লেগেছে।এরূপ অগ্নিকান্ডে পরিবারের উপর নেমে এসেছে শোকের ছায়া।