নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২১ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। ঘটনায় একজন মহিলা সহ ৩ জন বিজেপি কর্মী আহত হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য বিধান নগর সাব-ডিভিশনাল হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
জানা গিয়েছে, আজ দুপুরে কেষ্টপুর মিশন বাজার সংলগ্ন এলাকায় বেশকিছু বিজেপি সিএএ সমর্থনে পোস্টার লাগাচ্ছিল সেই সময় বিধান নগর পৌরনিগমের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলার শিলামন্ডলের ছেলে মাইকেল মন্ডল তার দলবল নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়।ঘটনায় কেষ্টপুর এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ।পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।