নিজস্ব সংবাদদাতা, মালদা, ২২ জানুয়ারি, হালিশহরে ১২ নম্বর ওয়ার্ডে লক্ষ্মীনারায়ণ কলোনিতে আজ সকালে এক মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা করে বিশ্বজিৎ দাস নামে ২৮ বছরের এক যুবক।শ্রীলতাহানিতে বাধা দিলে মহিলার উপর এলোপাথাড়ি ছুরি চালায় ওই যুবক।আর সেই ক্ষোভে এলাকাবাসীরা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় ও আগুন লাগিয়ে দেয়।
জানা গিয়েছে, মহিলার স্বামী যখন সকালে কাজে বেরিয়ে যায় তখন ওই যুবক বাড়িতে ঢুকে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা করে।মহিলা শ্রীলতাহানি করতে বাধা দিলে তাকে এলোপাথাড়ি ছুরি চালায় ওই যুবক।তারপর মহিলাকে লোকাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। বিশ্বজিৎদাস-এর বাড়ি ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয় বেশকিছু আসবাবপত্রে। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিজপুর থানা পুলিশ এসে পৌঁছায়।



















