শিক্ষক না থাকায় পাঁচ মাস বন্ধ স্কুল, প্রতিবাদে অভিভাবকরা করলেন রাস্তা অবরোধ

শিক্ষক না থাকায় পাঁচ মাস বন্ধ স্কুল, প্রতিবাদে অভিভাবকরা করলেন রাস্তা অবরোধ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ২৪ জানুয়ারি, শুক্রবার মথুরাপুর ২ নম্বর ব্লকের নবর দোকান সংলগ্ন বয়ার গদি দুঃখের পোল জুনিয়র হাই স্কুল ৫ মাস ধরে বন্ধ থাকার প্রতিবাদে শতাধিক মানুষ রাস্তা অবরোধ করে। অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। এলাকা একটি মাত্র হাই স্কুল বহুদিন ধরেই বন্ধ রয়েছে। তবে শিক্ষক না থাকার কারণে বন্ধ বলে এমনটাই জানা যায়।

অভিভাবকদের অভিযোগ, স্কুলের ছাত্র-ছাত্রীদের অগ্রিম না জানিয়ে হঠাৎ করে এই স্কুল বন্ধ করে দেওয়া হয়। বেশ কয়েকদিন স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে আসে তালাবন্ধ দেখে বাড়িতে ফিরে যায় শেষমেষ জানতে পারে স্কুল বন্ধ হয়ে গেছে তাদের চিরতরে কবে খুলবে জানা নেই দেখতে দেখতে পাঁচ মাস কেটে গিয়েছে কিছু ছেলে মেয়ে অন্য স্কুলে ভর্তি হয়েছে কিন্তু অনেকেই সার্টিফিকেট সমস্যায় ভর্তি হতে পারছে না বলে জানা যায়। এইট পাস সার্টিফিকেট নিতে গেলে বহু লোকের কাছে দিনের-পর-দিন হাঁটতে হচ্ছে। তবে স্কুল SI সম্পাদকের উপরে দায়িত্ব দিয়েছেন বলে জানা যায় সার্টিফিকেট দেওয়ার অভিভাবকদের প্রধান শিক্ষক ছাড়া একজন সম্পাদককে স্কুল সার্টিফিকেট দেয় সেটা নিয়েও তাদের প্রশ্ন উঠছে। আজ শতাধিক মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় আগামী আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে বলে অভিভাবকদেরও জানিয়েছে। তাদের আরও অভিযোগ দিনের-পর-দিন ভিডিও থেকে শুরু করে বহু প্রশাসনিক লেভেলে জানাই জানিও কোন কাজ হচ্ছে না একদিন জানা যায় শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হয়ে গেছে স্কুলে যে সমস্ত ছেলেরা পড়তো তাদের হাল বেহাল অন্য জায়গায় ভর্তি হবে এইট পাস সার্টিফিকেট পাচ্ছে না বলে অভিযোগ। তবে এসআই জানিয়েছেন সম্পাদক নিজে এর সার্টিফিকেট দিতে পারবে। কিন্তু সম্পাদকের সার্টিফিকেট কতটা বৈধ তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। শিক্ষকের অভাবে একটি হাই স্কুল বন্ধ হয়ে যাওয়ায় হতবাক এলাকার মানুষ। ভিতরে যে সমস্ত স্কুলের সরঞ্জাম রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top