নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের আগের দিন রাতে রাজারহাট থেকে গ্রেফতার হল পাঁচটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি সহ দুজন।কোনো বড়সর ঘটনা ঘটানোর ছক করছিল বলে পুলিশ সূত্রে খবর।ধৃতের নাম আমির আহমেদ খান (রাজা),মহম্মদ আক্রম শেখ।
পুলিশ সূত্রে খবর, তাদের কাছে বেশ কিছুদিন ধরে খবর ছিল যে রাজারহাটে অনেকগুলো অস্ত্র ঢুকবে।সেই মতো তারা তাদের সোর্সকে কাজে লাগিয়ে দেয়।গতকাল গভীর রাতে সোর্স মারফত খবর পায় যে রাজারহাট থানা এলাকার পোদ্রা ব্রিজের কাছে দুজন দাঁড়িয়ে আছে।সেই খবর পেয়ে পুলিশ গিয়ে দুজনকে গ্রেফতার করে, সাথে তল্লাশি চালিয়ে পাঁচটি নতুন আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করে।তাদের অনুমান, রাজারহাট এলাকায় কোনো বড় অপরাধের জন্য তারা এই অস্ত্র গুলো নিয়ে এসেছিল।তবে কি কারণে এগুলো এনেছিল ও কোথা থেকে এনেছিল সেই বিষয় গুলো খতিয়ে দেখা দেখছে পুলিশ।জানা গিয়েছে এদের বিরুদ্ধে এর আগেও অপরাধের রেকর্ড রয়েছে।আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হয়।