নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৬ জানুয়ারি, প্রসূতি বিভাগে ঢুকে মহিলাদের গোপনাঙ্গে হাত দিয়ে কপাটি চুরির অভিযোগে গ্রেফতার এক মহিলা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম রহিমা খাতুন৷ সে সদাইপুর থানা সিজা গ্রামের বাসিন্দা। রবিবার সকালে ওই মহিলা প্রসূতি বিভাগে ঢুকে মহিলাদের গোপানাঙ্গে হাত দেয় এবং কপাটি খুলে নেয় বলে অভিযোগ। ওয়ার্ডে কর্মরত নার্স সেটি দেখতে পেয়ে ওই মহিলাকে বাঁধা দেয়। এরপরেই ওয়ার্ডে উত্তেজনার সৃষ্টি হয়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ওই মহিলাকে আটক করে নিয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা দীর্ঘদিন ধরেই ওই ওয়ার্ডে এসে মহিলাদের গোপানাঙ্গে হাত দিত এবং কপাটি চুরি করত। কিন্তু কী কারণে সে এমনটা করত সে কারণ অবশ্য এখনও পষ্ট নয়।ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। অন্যদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষও।