বুথ কমিটি গঠনকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

বুথ কমিটি গঠনকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৬ জানুয়ারি, তৃণমূলের বুথ কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল ইলামবাজারের বিলাতি গ্রাম পঞ্চায়েতে। নাজির শেখ গোষ্ঠীর সঙ্গে মানু শেখ গোষ্ঠীর বিবাদ চরমে পৌঁছায়। বচসা থেকে হাতাহাতিতে পৌঁছায়। বাঁশ, লাঠি নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।

তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারির সময় ঘটনাস্থলেই ফজাই সেখ নামে এক তৃণমূল কর্মীকে বেধরক মারধর করে অন্য গোষ্ঠীর লোকজন বলে অভিযোগ। এছাড়াও দুপক্ষের আরও বেশ কয়েকজন আহত। আহতদের প্রত্যেককে বোলপুর সিয়ান হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। এলাকায় অশান্তি বাধার পরপরই ঘটনাস্থলে ইলামবাজার থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।

ইলামবাজারের এই বিলাতি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দুই পক্ষের বাদানুবাদে সরগরম এলাকার রাজনীতি। দুপক্ষই েকে অপরকে এই ঘটনার জন্য দায়ী করেছে। হাতাহাতির ঘটনায় আহতরা বর্তমানে বোলপুর সুপার স্পেশালিটি বা বোলপুর সিয়ান হাসপাতালে চিকিৎসাধীন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top