নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ২৬ জানুয়ারি, বসিরহাটের ইছামতি ব্রিজে লরির ধাক্কায় মৃত্যু হল এক কনস্টেবলের। মৃতের নাম দিলীপ বিশ্বাস (বয়স ৫০)।
জানা গিয়েছে, রবিবার ভোররাতে ব্রিজের ওপর কর্মরত ছিল ওই পুলিশকর্মী। সেই সময় একটি ট্রাক দ্রুত গতিতে এসে ধাক্কা মারে তাঁকে। জখম অবস্থায় উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ চালককে জিজ্ঞাসাবাদ করছে। মৃত কনস্টেবলের পরিবারের লোক কে খবর দেওয়া হয়েছে।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।