১ ফেব্রুয়ারি, চোট সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না ডাকাবুকো অলরাউন্ডারকে। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজেও খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া। তাঁর চোট পুরোপুরি সারেনি। পুরো ফিট নন।এক বার্তায় বিসিসিআই জানিয়েছে, ‘‘ভারতীয় দলের অল-রাউন্ডার হার্দিক পাণ্ড্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন।”
বছরের প্রথম দিনে সার্বিয়ান বান্ধবীর সঙ্গে এনগেজমেন্ট সারলেও ক্রিকেট কেরিয়ারে একের পর খারাপ খবর শুনতে হচ্ছে হার্দিক পান্ডিয়াকে। টি-২০ এবং ওয়ান ডে সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন ভারতীয় এই অল-রাউন্ডার৷গত বছর ডিসেম্বরে লন্ডনে বিশিষ্ট স্পাইনাল সার্জেন ডক্টর জেমস আলিবোনের তত্ত্ববধানে অস্ত্রোপচার করিয়ে এসেছেন হার্দিক৷ তাঁর সঙ্গে লন্ডন গিয়েছিলেন এনসিএ-র প্রধান ফিজিও আশিস কৌশিক৷ অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডমিতে রি-হ্যাবে রয়েছেন বিরাট কোহলির দলের এই অল-রাউন্ডার৷ কিন্তু এখনও সম্পূর্ণ সুস্থ নন হার্দিক৷
দীর্ঘদিন তিনি ভারতীয় দলের বাইরে রয়েছেন।গত বছর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে শেষবার দেখা মিলেছে হার্দিক পাণ্ডিয়ার। অক্টোবর মাসে পিঠে অস্ত্রোপচার হয় ২৬ বছর বসয়ী এই অল রাউন্ডারের। ২০১৮ সাল থেকেই পিঠের সমস্যার জেরে বারবার জাতীয় দলের বাইরে থাকতে হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে।আসন্ন আইপিএল এবং টি-২০ বিশ্বকাপকে পাখির চোখ করে তিনি নেমেছিলেন রিহ্যাবের জন্য। কিন্তু এই চোটের সুস্থতা পুরোপুরি প্রমাণ করতে না পারার জন্য কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারছেন না পান্ডিয়া।