
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ১ ফেব্রুয়ারী, গতকাল সন্ধ্যায় মছলন্দপুর ফাঁড়ির পুলিশ ও ডিস্টিক এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের যৌথ হানা দেয় মছলন্দপুর রেল স্টেশন লাগোয়া এলাকায়। রেললাইন লাগোয়া একটি গোপন আস্তানায় তৈরি হচ্ছিল ভেজাল ঘি। বিভিন্ন কেমিক্যাল, সুগন্ধি ও ডালডা মিশিয়ে তৈরি করা হচ্ছিল হুবহু আসল ঘিয়ের মতো নকল ঘি। প্রায় বছর তিনেক ধরে এই কারবার করে আসছিল কয়েকজন অসাধু ব্যক্তি।
মছলন্দপুর স্টেশন লাগোয়া এলাকায় নকল ভেজাল কারখানায় হানা দিয়ে প্রায় এক হাজার লেবেল, বেশকিছু কৌটোবন্দী ও ব্যারেল ভর্তি ঘি বাজেয়াপ্ত করেছে। বন্ধ করে দেওয়া হয়েছে কারখানাটিও। অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে এই ঘি তৈরি হচ্ছে। ডিইবি ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘি তৈরির কোনরকম লাইসেন্স বা অনুমোদন পত্র ছিলনা অভিযুক্তদের কাছে। ঘটনায় কারবারের সঙ্গে সরাসরি যুক্ত রাজু সর্দার ও বাপ্পা ঘোষ নামে হাবড়ার দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।ডিইবির তরফে ধৃতদের আজ দুপুরে বারাসত আদালতে তোলা হবে। বারাসত পুলিশ জেলার ডিইবি ইন্সপেক্টর তপন বসাক ও মছলন্দপুর ফাঁড়ির ওসি চিন্তামণি নস্করের নেতৃত্বে অভিযান চালানো হয়।



















