নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ১ ফেব্রুয়ারি, শাসন থানার শাসন গ্রামের ছ নম্বর মাছের ভেরিতে বছর বাইশের এক মহিলার দেহ উদ্ধার।ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, ভেরির জলে ওই মহিলার দেহ ভাসতে দেখতে পে এলাকার সাধারণ মানুষ। তাঁদের অনুমান, ধর্ষণ করে ওই মহিলাকে খুন করা হয়েছে। তারপর মহিলার শরীর থেকে মাথা আলাদা করে বডি ফেলে দেওয়া হয়।ঠিক কি কারণে এরূপ বীভৎস খুন করা হয়েছে তার তদন্ত চালাচ্ছে পুলিশ।