নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২ ফেব্রুয়ারি, পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণ নিগাম খরদা ফেরি সার্ভিস দীর্ঘদিন বন্ধ থাকার দরুন যাত্রীদের বহু অসুবিধায় পড়তে হয়েছে। সাথে খরদা ফ্রি সার্ভিস এর মধ্যে নিত্যযাত্রীদের ভোগান্তির শেষ ছিল না অবশেষে এই ফেরি সার্ভিস খড়দহ পৌরসভা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আর্থিক সহায়তায় পুনরায় চালু হল।
দীর্ঘদিন ধরে অবহেলায় এই সার্ভিস বন্ধ হয়েছিল।এর জেরে নিত্যযাত্রীদের মনে ক্ষোভ বাসা বাঁধতে থাকে।সবশেষে এই সার্ভিস আজ থেকে জনগণের উদ্দেশ্যে খুলে দেওয়া হল।এদিন এর শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়দহ পৌর পিতা কাজল সিনহা মহাশয় ও এলাকার অন্যান্য নেতৃবৃন্দ।