নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২ ফেব্রুয়ারি, ১৯৬২ সালের ১৭ ই জুলাই অজয় সেতুর উদ্বোধন হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের হাত ধরে। সেই অজয় সেতুর মেরামতির জন্য ১৫ দিন ভারী যানবাহন চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন।
বীরভূমের ইলামবাজারের উপর এই অজয় সেতুর উপরই রয়েছে ১৪ নম্বর রাজ্য সড়ক। ২রা ফেব্রুয়ারি থেকে ১৭ ই ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত রকম ভারী পণ্যবাহী যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই ব্রিজের উপর। ভারী পণ্যবাহী যান চলাচলের নিষেধাজ্ঞা থাকলেও এই সেতুর উপর দিয়ে যাত্রীবাহী বাস থেকে অন্যান্য ছোট যানবাহন যাতায়াত করতে পারবে বলে জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রে।
ভারী পণ্যবাহী যানের জন্য বিকল্প রুটের বন্দোবস্ত করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। কলকাতা, হাওড়া, বাঁকুড়া, মেদিনীপুর যাওয়ার ভারী গাড়িগুলিকে ব্রীজে ওঠার আগেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে দুবরাজপুর থানার অন্তর্গত জয়দেব মোড় থেকে। ঐসকল গাড়িগুলিকে দুর্গাপুরের মুচিপাড়া হয়ে ২ নম্বর জাতীয় সড়কে পাঠানো হচ্ছে। অন্যদিকে আবার বেশ কিছু বাড়ি পণ্যবাহী গাড়িকে দুবরাজপুরের সাতকেন্দুরি মোড় থেকে ১৪ নম্বর জাতীয় সড়ক হয়ে রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে পাঠানো হচ্ছে।
বীরভূম ও তার পার্শ্ববর্তী জেলা পশ্চিম বর্ধমানের সাথে সড়কপথে যোগাযোগের অন্যতম মাধ্যম হল এই ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট-বড় গাড়ি যাতায়াত রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে বেহাল অবস্থায় পরিণত হয় এই ব্রিজটি। সেই ব্রিজের মেরামতির জন্য তৎপর হয় বীরভূম জেলা প্রশাসন।