নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ৩ ফেব্রুয়ারি, বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বর্ধমান টাউন হলে। বর্ধমান শহর সহ সারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু সমাজসেবী মনোভাবাপন্ন যুবক এদিন রক্তদান করেন। তারই মধ্যে নজিরবিহীন ভাবে রক্তদান শিবিরে বিশেষ উদ্যোগ নিলেন পূর্ব বর্ধমানের আউসগ্রামের বিশিষ্ট সমাজসেবী দাতা আব্দুল লালন।তার উদ্যোগে আউসগ্রাম ২ নং ব্লকের অমরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৩০০ জন মানুষ। আর আউশ গ্রাম ২ নঃ ব্লক থেকে মোট রক্ত দান করেছেন ৬৭১ জন।
পরিসংখ্যান দিয়ে দাতা আব্দুল লালন বলেন অমরপুর অঞ্চল থেকে ৩৫০ জন, কোটা অঞ্চল থেকে ৫৫ জন, ভালকি অঞ্চল থেকে ৫৫ জন, ভেদিয়া অঞ্চল থেকে ৫০ জন, রামনগর অঞ্চল থেকে ৫৬ জন, দেবসালা অঞ্চল থেকে৫৫ জন, আউসগ্রাম অঞ্চল থেকে ৫০ জন রক্তদান করেন। এই আউসগ্রাম এলাকার সমস্ত রক্তদাতাকে দাতা লালন সাহেব তার মা মরহুমা হালিমা বিবির রুহের মাগফিরাত কামনায় ২০০ টাকা করে অনুদান দেন। তিনি বলেন, রক্তদান মহৎ দান, অনেক মুর্মুস রোগী প্রান ফিরে পাবে এই রক্তদানের মাধ্যমে। তাই তিনি ৬ টি বাস ভাড়া করে রক্তদাতাদের বর্ধমানে পাঠান। এবং প্রত্যেক দাতাকে তার মায়ের নামে অনুদানও দেন। দাতা লালনের মহৎ উদ্দেশ্যকে স্বাগত জানান বর্ধমানের রক্তদানের আয়োজকরা।