নিজস্ব সংবাদদাতা, মালদা, ৩ ফেব্রুয়ারি, প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল দশম শ্রেণীর এক ছাত্রী। আর এই ঘটনার পিছনে হরিশ্চন্দ্রপুর ১ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্যের পরিবারের বিরুদ্ধেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলেছেন মৃত ছাত্রীর পরিবার।এই ঘটনাকে ঘিরে সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মানিকবাড়ি এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম, জিন্নাতারা পারভীন (১৮) । সে হরিশ্চন্দ্রপুর এর চন্ডিপুর হাই স্কুলের দশম শ্রেণির পাঠরত ছিল এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে ছাত্রী।
জানা গিয়েছে, সোমবার সকালে শোবার ঘরেই ওই ছাত্রী গলায় ওড়না জড়িয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে মৃত ছাত্রীর পরিবার প্রেমিক ইনজামাম-উল-হক সহ তার পরিবারের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।অন্যদিকে অভিযুক্ত ইনজামামুল হক এর পরিবারের সাফ কথা, এই ধরনের কোনো ঘটনা ঘটে নি। যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।