নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৪ ফেব্রুয়ারি, সোমবার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন ভূমি ব্যান্ডের গায়ক সৌমিত্র রায়। এদিন বিকেলে নিকো পার্কের কাছে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। রাস্তায় অপরদিক থেকে একটি গাড়ি বেসামাল হয়ে তাঁর গাড়িতে ধাক্কা মারলে তা উল্টে যায়। বুকে ও পায়ে গুরুতর চোট লেগেছে গায়কের।কর্তব্যরত ট্রাফিক পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সল্টলেক নিকোপার্কের দিক থেকে গায়ক সৌমিত্র রায় নিজেই গাড়ি চালিয়ে উইপ্রো মোড়ের দিকে আসছিল। সেই সময় ফ্লাইওভারের নীচে ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িটি ঘুরে গিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। দুর্ঘটনায় আহত সৌমিত্র রায়। এই ঘটনায় সৌমিত্র রায়ের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে গাড়িটিকে ধাক্কা মারে সেই গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৌমিত্র রায়-এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, “আপাতত সেবা হাসপাতালে রয়েছি। বুকে ব্যথা রয়েছে। ডান পায়েও ফ্র্যাকচার হয়েছে বলেই ধারণা। এক্স রে হবে। ব্যাথা ভীষণই রয়েছে। বুঝে ওঠার আগেই গাড়িটা এসে মারল। আমার গাড়িটা দেওয়ালে ধাক্কা লেগে উল্টে গেল।”