নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ৪ ফেব্রুয়ারি, দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত মঙ্গলচন্ডী রোডে মন্দিরের কাছে এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয় একটি ট্রাক।ঘটনাস্থলেই মারা যান সাইকেল আরোহী জিতেন রায় (৩২), স্থানীয় সাগর ভাঙ্গা এলাকার রায় পাড়ার বাসিন্দা। পেশায় বেসরকারি কারখানার ঠিকা শ্রমিক।
ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে ২ ঘন্টা ধরে চলে বিক্ষোভ।ঘটনাস্থলে আসে কোক ওভেন থানা ও নিউটাউনশিপ থানার পুলিশ আধিকারিকরা।পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।