নিজস্ব সংবাদদাতা,বীরভূম, ৬ ই ফেব্রুয়ারি : মহঃবাজার থানা এলাকায় ৬০ নং জাতীয় সড়কের উপর থাকা দ্বারকা নদীর উপর ডেউচা ব্রিজে বড়সড় ফাটল দেখা দিয়েছে। যে ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন পথচলতি সাধারণ মানুষ থেকে যানবাহনের যাত্রী থেকে চালকেরা। বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থেকে ইতিমধ্যেই ভারী যান চলাচল বন্ধ করা হয়েছে ওই ব্রিজের উপর।
ব্রিজের ঠিক মাঝখানে এমন ভেঙে যাওয়ার ঘটনা ঘটে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ। তবে এই ভেঙে যাওয়া বা ফাটল ছোটখাটো নয়, ভেঙেছে প্রায় ৫ থেকে ৬ ফুট অংশ। পরিস্থিতি বেগতিক বুঝে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছেন মহঃবাজার থানার পুলিশ। তারা যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের নামিয়ে বাস এপার থেকে ওপার করছেন। এছাড়াও ভারী যান চলাচল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। যে কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে যে ৬০ নম্বর জাতীয় সড়কে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বীরভূম জেলার অ্যাডিশনাল এসপি সুবিমল পাল।
এইভাবে ব্রিজের উপর ফাটল সৃষ্টি হওয়ার কারণ হিসাবে এলাকার স্থানীয় বাসিন্দারা ওই ব্রিজ মেরামতির জন্য নিযুক্ত ঠিকাদারকে দোষারোপ করেছেন। তাদের বক্তব্য, দিন কয়েক ধরেই ব্রিজের উপর পিচ তুলে রাখা হয়েছে। তার উপর দিয়ে ভারী ভারী গাড়ি যাতায়াতের ফলে হঠাৎ আজ সকাল দশটায় ভেঙে পড়ে ব্রিজের মাঝে পাঁচ থেকে ছয় ফুট অংশ।
প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরে বীরভূমের উপর দিয়ে চলে যাওয়া ৬০ নং জাতীয় সড়কের উপর যে কয়েকটি সেতু রয়েছে প্রত্যেকটি সেতুর বেহাল দশা। যা নিয়ে ইতিমধ্যেই লোকসভায় প্রশ্ন তুলেছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। যদিও ইতিমধ্যেই বেশ কয়েকটি সেতু মেরামতের কাজ শুরু হয়েছে কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সেতু মেরামতের কাজ শুরু হলেও মেরামতের কাজে সেরকম তৎপরতা লক্ষ্য করা যায়নি, চলছে ঢিলেমি ভাবেই। এখন প্রশ্ন হলো বড়সড় দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে?