নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর , ৬ ই ফেব্রুয়ারি : বাড়ির বাথরুম থেকে অগ্নি দগদ্ধ গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলা মহিষাদল থানার ঝাউপাথরা এলাকায়। মৃত গৃহবধূর নাম রেখা সামন্ত ( ২৪)। স্থানিয় ও পুলিশ সূত্রে জানাগিয়েছে, গত দেড় বছর আগে মহিষাদল থানার ঝাউপাথরা গ্রামের বাসিন্দা সনৎ সামন্তের সাথে রেখার বিয়ে হয়। বিয়ে পর থেকে পরিবারে অশান্তি সৃষ্টি হয়। প্রতিনিয়ত মদ্যপান করে বাড়িতে গন্ডগোল লেগেই থাকত। রাত সাড়ে দশটা নাগাদ বাড়ির মধ্যদিয়ে ধোঁয়া বেরাতে দেখতে পায়। খবর দেওয়া হয় মহিষাদল থানায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে স্বামী সনৎ সামন্ত পলাতক। রেখার দেড় মাসের একটি কন্যা সন্তান রয়েছে। ঘটনার পর পুলিশ শিশুটি প্রতিবেশীদের কাছে রাখে। ছেলে পালিয়ে যাওয়ার কারনে সনৎের মাকে পুলিশ আটক করেছে। মৃত রেখার বাপের বাড়ির লোকের অভিযোগ খুন করা হয়েছে তাদের মেয়েকে।মহিষাদল থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। মহিষাদল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বাড়ির বাথরুম থেকে গৃহবধূর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার
বাড়ির বাথরুম থেকে গৃহবধূর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram