নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৭ ফেব্রুয়ারি, সাইকেল গায়ে লাগার অভিযোগ তুলে পিটিয়ে মারার অভিযোগ উঠল বিশরপাড়ার উত্তর সপ্তগ্রামে। আজ সকালে এসএসকেএম হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হল বিকাশ মাঝির। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।যদিও এখনও অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্তে নেমেছে নিমতা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১ ফেব্রুয়ারি ছেলেকে ডাক্তার দেখিয়ে সাইকেলে ফিরছিলেন বিকাশ মাঝি। উত্তর সপ্তগ্রামে বাড়ির অদূরে রাস্তার ওপর দাঁড়িয়ে গল্প করছিল সুমিতা সিংহ ও দিপালী দাস। সেই সময় বেল বাজালেও সরেনি তারা। তাদের গায়ে বিকাশের সাইকেলের সামান্য ধাক্কা লাগে। এই অজুহাতে বিকাশকে ব্যাপক মারধর করা হয়। দিপালী নিজের স্বামী সুজয় দাসকে ডেকে আনলে সুজয় বিকাশকে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলেই জ্ঞান হারায় বিকাশ। এরপরে বিকাশের পরিবারের লোকেদের খবর দেওয়া হলে তারা বিকাশকে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে। কলকাতার এস এস কে এম হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আজ ভোর বেলায় মৃত্যু হয় বিকাশের। এরপরই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় নিমতা থানার পুলিশকে।অবশ্য পুলিশ আসার আগেই বেগতিক দেখে পালিয়ে যায় সকল অভিযুক্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।