নিজস্ব সংবাদদাতা, ঝাড়খন্ড, ৭ ফেব্রুয়ারি, শুক্রবার ভোর রাত্রে ঝাড়খণ্ডের কোটালপুকুর স্টেশন থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে আরপিএফ এবং জিআরপি উদ্ধার করে।তারপর হাসপাতালে তিনি মারা যান। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মানজারুল শেখ, বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় থানার নওদা গ্রামে।
প্রথমে তাঁকে সোনাকুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়।পরবর্তীতে তার পরিবারের লোকজনকে খবর দিলে তারা সাথে সাথে উপস্থিত হয় এবং চিকিৎসকরা তাকে স্থানান্তরিত করে বহরমপুর মেডিকেল কলেজ।সেখানে নিয়ে যাওয়ার পথেই পরিস্থিতি খারাপ দেখে তাঁকে জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবার সূত্রে জানা যায়, কর্মসূত্রে কলকাতায় ছিল মানজারুল শেখ। শুক্রবার তিনি গ্রামে নিজের বাড়ি ফিরছিলেন, বাড়ি ফেরার সময় কোটালপুকুর স্টেশনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়।