নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৭ ফেব্রুয়ারি, স্ত্রীর প্রেমিককে ধারালো অস্ত্রের কপি মারলো স্বামী।প্রেমিককে বাঁচাতে গিয়ে খোদ আহত হল স্ত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা বনগাঁ হাসপাতালের পিছনেল
জানা যায়, বাগদার কেনিয়ার গ্রামের তপন দাস-এর সঙ্গে ২০১৩ সালে বিয়ে হয়েছিল মালদা জেলা রিঙ্কু মন্ডল-এরl স্বামীর নির্যাতন সহ্য না করতে পেরে সাম্প্রতিক বনগাঁর বাসিন্দা চন্দন দত্তের সঙ্গে থাকতেন রিঙ্ক। বৃহস্পতিবার সন্ধ্যায় তপন দাস স্ত্রী রিঙ্কু ও তার প্রেমিক অঞ্জন দত্তের উপরে দা নিয়ে চড়াও হয়। রঞ্জন দত্তের গলায় কোপ লাগে, তাকে বাঁচাতে গিয়ে আহত হয় রিঙ্কু মন্ডল। তারপরই অভিযুক্ত তপন দাসকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ।