নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৮ ফেব্রুয়ারি, আজ সকালবেলা চেতলার ৮২ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তার নিজের এলাকায় চেতলা পার্কে মশাবাহিত রোগ থেকে এলাকাকে পরিষ্কার রাখার জন্য একটি সচেতনতা মূলক মিছিল আয়োজন করল। এই মিছিল চেতলা এলাকায় বিভিন্ন জায়গা ঘোরে।মিছিলে কয়েকশো এলাকার সাধারণ মানুষ অংশ নিয়েছিল সাথে ছিল ববি হাকিম নিজেও।
মূলত মশাবাহিত রোগ থেকে সাধারণ মানুষকে বাঁচতে গেলে যে যে সচেতনতা মূলক কাজ করতে হবে সেই সম্পর্কেই সচেতন করা ছিল এই মিছিলের মূল উদ্দেশ্য।প্রত্যেক বছর এই ধরনের উদ্যোগ নেওয়া হয়। আজকে ৮২ নম্বর ওয়ার্ড থেকে সূচনা করা হয় এই মিছিল এরপর আগামী ১৫ তারিখ সেন্ট্রালি পুরসভায় তরফ থেকে করা হবে।আর করোনাভাইরাস নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এই পুরো বিষয়টা স্বাস্থ ভবন দেখছে।